Khoborerchokh logo

ইতালিতে ‘সমস্ত’ দোকানপাট বন্ধ ঘোষণা 388 0

Khoborerchokh logo

ইতালিতে ‘সমস্ত’ দোকানপাট বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বন্ধ করতে খাবার ও ওষুধের দোকান ছাড়া ইতালিতে সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে দেশটির বাসিন্দাদের ঘর থেকে বের না হতে নির্দেশ দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার এক টেলিভিশন বক্তৃতায় ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছেন। জিউসেপ কোঁতে বলেন, ‘বার, রেস্টুরেন্ট, হেয়ার স্যালুন ও কম প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ থাকবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।‘ করোনাভাইরাস আতঙ্কে ইতালি এর আগেই বিদ্যালয়, ব্যায়ামগার, জাদুঘর, নৈশ ক্লাবসহ নানা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মরণঘাতী এ ভাইরাসটিতে ১২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটির শীর্ষ ফুটবল ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, ড্যানিয়েল রুগানিকে আইসোলেশনে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৯০০ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com